ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ

শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ

প্রচণ্ড ঠান্ডায় যশোরের কেশবপুরে শত শত শিশুরা জ্বর ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। গতকাল সকাল থেকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও শহরের ৮টি বেসরকারি ক্লিনিকে ২৫৩ জন শিশুকে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ১৩৬ এবং বেসরকারি ক্লিনিকে ১১৭ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় ১৫ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ৯১ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ ধরে কেশবপুরে প্রচণ্ড ঠান্ডাজনিত কারণে শিশু, বৃদ্ধরা জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। প্রচণ্ড ঠান্ডার সঙ্গে ঝিরিঝিরি বাতাসে মানুষের জীবন কাহিল হয়ে পড়েছে। গতকাল সোমবার সকাল থেকে ঠান্ডার মধ্যে কিছু সময় শিশির বৃষ্টি হয়। সারাদিন কোনো সূর্যের আলো দেখা যাইনি। গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে আসা উপজেলার কড়িয়াখালি গ্রামের নাসিমা খাতুন জানান তার ৭ মাসের শিশু কন্যা দুই দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছে। চিকিৎসক বলেছেন তার কন্যা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, প্রচণ্ড ঠান্ডাজনিত কারণে শিশু ও বৃদ্ধরা জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন প্রায় শতাধিক শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত