ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরগুনায় ভিন্নধর্মী প্লাস্টিক প্রদর্শনী

বরগুনায় ভিন্নধর্মী প্লাস্টিক প্রদর্শনী

বরগুনায় ভিন্নধর্মী এক প্লাস্টিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্লাস্টিক ব্যবহার ও যত্রতত্র পরিত্যক্ত প্লাস্টিক না ফেলতে দুদিনব্যাপী সচেতনতামূলক এ প্রদর্শনীর আয়োজন করেছেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত রোববার বিকাল ৪টার দিকে বরগুনা পৌরসভার টাউন হল প্রাঙ্গণে এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখা যায়, বরগুনার বিভিন্ন জায়গায় যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তা দিয়ে বড় আকৃতির গাছ, মাছ ও বোতল তৈরি করেছেন সংগঠনের সদস্যরা। এ ছাড়া, প্লাস্টিকের কারণে গাছ পানি ও মাছের ব্যাপক ক্ষতি হয়; এসব বিষয় উল্লেখ করে তৈরি করা হয়েছে বিভিন্ন ব্যানার। প্রদর্শনী দেখতে ভিড় করছেন নানান বয়সি নারী-পুরুষ ও শিশুরা। এ সময় প্রদর্শনীতে আসা সবাইকে যত্রতত্র প্লাস্টিক ফেলায় পরিবেশ দূষণের ক্ষতিকর দিকগুলো জানিয়ে সচেতন করছেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের সদস্যরা। প্রদর্শনী দেখতে আসা পাথরঘাটা সৈয়দা ফিরোজা বেগম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে মানুষকে সচেতন করতে এটি একটি ভিন্নধর্মী আয়োজন। পরিবেশ নষ্ট না করে এসব পরিত্যক্ত বোতলগুলোকে কাজে লাগিয়ে আমরা চাইলে আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় বিভিন্ন কিছু তৈরি করতে পারি। স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের সহ-সভাপতি ইমা বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে মানুষকে সচেতন করতেই আমাদের এ আয়োজন। যেহেতু আমরা চাইলেই প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে পারব না, তবে চাইলে এর ব্যবহার কমিয়ে আনা সম্ভব। পরিবেশের ক্ষতি হবে না- এমন কিছু বিকল্প হিসেবে ব্যবহার শুরু করলে স্বাভাবিকভাবে পরিবেশের দূষণ কমতে শুরু করবে। এ বিষয়ে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের সভাপতি হাদিউর রহমান ধ্রুব বলেন, শিক্ষিত যুবসমাজের প্রায় সকলেই জানি জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের কি ধরনের পরিবর্তন হতে শুরু করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত