ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শৈত্যপ্রবাহে পুরোনো কাপড়ের জমজমাট ব্যবসা

শৈত্যপ্রবাহে পুরোনো কাপড়ের জমজমাট ব্যবসা

সারা দেশের মতো হবিগঞ্জের মাধবপুরে শৈত্যপ্রবাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার পর পরই পাহাড়ি ও দুর্গম এলাকায় শীতের তীব্রতা বেশি হচ্ছে। স্থানীয়রা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলার হাটবাজারগুলোতে পুরোনো কাপড় বিক্রি বেড়েছে। রাতে শীত জেঁকে বসায় স্থানীয় ফুটপাতের দোকানগুলো পুরোদমে জমে উঠেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কুয়াশা আর ঠান্ডার কারণে শিশু-বৃদ্ধরা জ্বর, সর্দি, কাশি, হাঁপানি ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলার পৌর সদরসহ মনতলা, চৌমুহনী, জগদীশপুর, ধর্মঘর, তেলিয়াপাড়া, নোয়াপাড়া, শাহপুর, ছাতিয়াইন, বাঘাসুরা বাজারসহ একাধিক হাটে পুরোনো কাপড় বিক্রি হচ্ছে। মাধবপুর পৌর শহরের কাপড় ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, এ মাসে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। ফলে ক্রেতাদের পুরাতন কাপড় কেনাকাটা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মাধবপুরের বাড়াচান্দুরা গ্রামের বাচ্চু মিয়া জানান, সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা দেখা যায়। পুরোনো কাপড় ব্যবসায়ী বশির আহম্মেদ জানান, গত বছরের চেয়ে এবার শীতের প্রকোপ বাড়ছে এবং বাড়ছে পুরোনো কাপড়ের বিক্রি। পুরোনো কাপড়ের পাশাপাশি গার্মেন্টস তৈরি বিভিন্ন কোয়ালিটির গরম কাপড় বিক্রিও বেড়েছে বলে জানান তিনি। মাধবপুর বাজারের একাধিক ক্রেতা জানান, পুরোনো শীতবস্ত্রের দাম গত বছরের তুলনায় বেশি। তবুও নতুনের চেয়ে তুলনামূলক দাম কম হওয়ায় স্বল্পআয়ের লোকজন পুরোনো কাপড়ের দোকানে ভিড় করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত