ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতের হুডি পেয়ে খুশি শিশুরা

শীতের হুডি পেয়ে খুশি শিশুরা

মাঘের শীতে বাঘ পালানোর পরিস্থিতিতে প্রান্তিক শিশুদের শীতের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ। গতকাল দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার শিশুকে শীতের নতুন জামা হুডি উপহার দেয়া হয়। একইসাথে এসব শিশুদের উপহার হিসেবে দেয়া হয়েছে স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী। শীতের কাপড় পরে এসব শিশুরা যাতে প্রতিদিন স্কুলে এসে পড়ালেখা করতে পারে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন আয়োজকরা। জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে জেলার বোদা উপজেলার প্রান্তিক জনপদের শীতগ্রস্ত পরিবারের কোমলমতি শিশুদের শীতের গরম জামা হুডি, স্কুলব্যাগ ও শিক্ষাউপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়। সকাল থেকে হাজার শিশুদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ভাসাইনগর স্কুল মাঠ। হাড়কাঁপানো শীতের সময় শিশুস্বর্গের মাধ্যমে শীতের নতুন জামা (হুডি), স্কুলব্যাগ ও শিক্ষাউপকরণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিশুরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত