৭০০ বোতল ফেনসিডিলসহ আটক এক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে ৭০০ বোতল ফেনসিডিলসহ নয়ন হোসেন ও বিল্লাল হোসেন নামে দুই মাদক কারবারি আটক হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ফেনসিডিলগুলা ভারত থেকে বাংলাদেশে আসে। মাদকগুলা আটক করে যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা। আটক নয়ন হোসেন বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও বিল্লাল হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটককৃতরা বেনাপোল সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করতো। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।