পৃথক মামলায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মাদকের মামলায় দুই ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত সোমবার রাতে সদর উপজেলার কালীতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডলসহ মো: নুর নবি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার চোঙ্গাখাতা (কলোনিপাড়া) গ্রামের মো: বাবলুর ছেলে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মো: মামুনুর রশিদ বাদী হয়ে নুর নবি ও পার্শ্ববর্তী ঢাঙ্গীপুকুর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো: শাহিন আলমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে গত সোমবার রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৭০ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো: মনিরুজ্জামান মনির ওরফে গাছা মনিরকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার চোঙ্গাখাতা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) খোকা চন্দ্র রায় বাদী হয়ে মনিরকে আসামি করে একটি মামলা দায়ের করেন।