ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেয়াদোত্তীর্ণ ফুড কালারে কেক তৈরি

বেকারিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ফুড কালারে কেক তৈরি

চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক বিস্কুট, ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

অভিযানে অংশগ্রহণকারী বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত কেক বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন-বিক্রয় করা এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মেসার্স হযরত শাহ পরাণ বেকারিকে বিএসটিআই আইনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া কারখানায় প্রাপ্ত ৩ কৌটা মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ৫ ট্রে নোংরা-বাসি কেক ধ্বংস করা হয়। অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত