পঞ্চগড়ে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত পঞ্চগড় জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া মাদ্রাসা ও ছুটির আওতায় আনা হয়েছে। এর আগে, সকাল ৯টায় জেলার প্রথমশ্রেণির আবহাওয়া অফিসের তথ্য পাওয়ার পরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হিমেল বাতাস ও কনকনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গতকাল পঞ্চগড়ের জেলার ৬৬২টি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়। পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মন্ডল ও জেলা শিক্ষা অফিসার মো. এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৬ জানুয়ারি শীতের তীব্রতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সে অনুযায়ী চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেখানে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে। মাউশির সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত এক নির্দেশনা এ তথ্য জানানো হয়। এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও সাময়িকভাবে বন্ধ রাখা যাবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন জেলায় চলমান শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে কোনো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে আঞ্চলিক উপ-পরিচালকরা স্থানীয় শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত সেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।