অনুমোদনহীন তিন ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পার্বতীপুরে অবৈধভাবে ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

গত বুধবার দিনব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা করে ইট প্রস্তুতসহ বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন অনুসারে দুর্গাপুর মহল্লার মেসার্স এইচএম ব্রিকসের প্রোপাইটার জাহাঙ্গীর আলমকে ২ লাখ টাকা, কৈবর্তপাড়া মহল্লার মেসার্স বিএম ব্রিকসের প্রোপাইটার কামাল হুদা বাদশাহের ২ লাখ টাকা ও জামতলি মহল্লার মেসার্স এমবি ব্রিকসের ২ লাখ টাকাসহ তিনটি ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রুনায়েত আমিন রেজা। এক সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, সরকারি আইন অমান্য করে ইটভাটা প্রস্তুতসহ বিভিন্ন অপরাধে তিন ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের সকল প্রকার বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে।