ধান-চাল মজুত করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুর রাখার অপরাধে আটটি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি গুদাম সিলগালা করা হয়েছে। গত বুধবার বিকেলে জেলার মহাদেবপুর, নিয়ামতপুর ও মান্দা উপজেলায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসকের মিডিয়া সেলে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জরিমানাকৃত প্রতিষ্ঠাগুলো হলো- মহাদেবপুর উপজেলার চকগৌরি এলাকার মেসার্স তাসলিমা রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, বাগাচাড়া এলাকার মেসার্স থ্রিস্টার রাইস মিল মালিককে ২০ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতারা বাজারের বাবু সোনারকে ১ লাখ টাকা, বক্কর সোনার নামে একটি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা ও নেহা ট্রেডার্স নামে আরো এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাগড়া মান্দায় উপজেলার কালীতলা এলাকায় তারামন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, শেখ ট্রেডার্সকে ৮০ হাজার টাকা এবং মনোহরপুর্ এলাকায় হাজী ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন- মেসার্স তাসলিমা রাইস মিলে সিলিং বহির্ভূত মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা এবং মেসার্স থ্রিস্টার রাইস মিল মালিককে ক্রয়-বিক্রয়ের রসিদ ও মজুত চাউলের হিসাব সংরক্ষণ না থাকার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ বলেন- জরিমানাকৃত তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বাবু সোনার নামে এক ব্যক্তির ধানের গুদামে লাইসেন্সবিহীন ধান মজুতের দায়ে ১ লাখ টাকা জরিমানা করাসহ গোডাউন সিলগালা করা হয়েছে। এছাড়া বক্কর সোনারের গুদামে অবৈধভাবে ৩০০ মেট্রিক টনের উপর ধান মজুত থাকায় ৩০ হাজার এবং মাহমুদুল্লাহ নামে এক ব্যক্তিকে অবৈধভাবে ধান মজুত করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ওই পাঁচ প্রতিষ্ঠানের মজুত করা ধান সঠিকভাবে খোলাবাজারে বিক্রি নিশ্চিত করতে এসি ল্যান্ড, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা খাদ্য অফিসার এবং একজন এসআইয়ের সমন্বয়ে একটি টিম করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদারকি করবে বলে জানানো হয়।