দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সাত দিন পর সকাল সকাল সূর্যের মুখ দেখা গেলেও গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।

গতকাল সকাল থেকে সাত দিন পর সূর্যের তাপ অনুভূত হয়। রোদের দেখা মেলায় মানুষের মাঝে আনন্দণ্ডউল্লাস ও স্বস্তি মেলে। কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। তবে ভোরে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। রোদের কারণে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসলেও শীতের ছোবল আগের মতোই সক্রিয় ছিল। দিনাজপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। এ সময় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৫৯৯ জন। তবে কোনো মৃত্যু হয়নি।