ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধা

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধা

লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে ফাতেমা বেগম নামের এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাড়াই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ফাতেমা বেগম উপজেলার বাড়াইপাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী। জানা গেছে, ঠান্ডা নিবারণের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যান বৃদ্ধা ফাতেমা বেগম।

আগুন পোহাতে গিয়ে কখন শাড়িতে আগুন লেগেছে বুঝতে পারেননি তিনি। পরে শাড়ির আগুন থেকে শরীরে আগুন লেগে যায়। ততক্ষণে তার শরীরের ২৫ ভাগ পুড়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আগুনে দগ্ধ বৃদ্ধার ছেলে শাহ আলম বলেন, আমার মা প্রতিদিন আগুন পোহাতে যান।

আগুন পোহাতে গিয়ে পরনের কাপড়ে কখন আগুন লাগে বুঝতে পারেনি। পরে মাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. খিতিশ খালকো বলেন, বৃদ্ধার শরীরের ২৫ ভাগ পুড়ে গিয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত