ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার শেরপুরে চালসহ নিত্যপণ্যের মূল্যে নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে শহরের বারদুয়ারী হাটখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সুমন জিহাদী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, র‌্যাব-১২ বগুড়া সিপিএসসির সহকারী পরিচালক মো. সোহেল রানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শহরের বারদুয়ারী হাট এলাকা চালের দোকানসহ ৪টি মুদির দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রিসহ আইন লংঘন করায় প্রাথমিকভাবে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত