ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালীগঞ্জে হঠাৎ বৃষ্টিতে সড়কের বেহাল দশা

ভোগান্তি চরমে
কালীগঞ্জে হঠাৎ বৃষ্টিতে সড়কের বেহাল দশা

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কয়েকটি আঞ্চলিক সড়কে মাঘের হঠাৎ বৃষ্টিতেই পিচ ঢালা সড়ক পরিণত হয়েছে কর্দমাক্ত সড়কে। বৃষ্টির পর কাদা মাখা সড়কটি দেখে বোঝার উপায় নেই এটা পাকা সড়ক। পাওয়ার টিলার ও ট্রাক যোগে মাটি ইটভাটায় নেয়ার সময় রাস্তাগুলোতে মাটি পড়ে ওই মাটিতে বৃষ্টির পানি পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত ১৭ ও ১৮ জানুয়ারি থেমে থেমে অল্প বৃষ্টিতে শিবনগর টু চাচড়া আঞ্চলিক সড়কের বেহাল এ অবস্থার সৃষ্টি হয়। এসব মাটি পড়া রাস্তাগুলোতে যদি বৃষ্টি না হয়, তবে দেখা দেয় ধুলা। আর সড়কের পার্শ্ববর্তী বাড়ি-ঘরে ঢুকে যাচ্ছে রাস্তার এসব ধুলা। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কের পাশে বসবাসরত গ্রামবাসীর। স্থানীয় এসব এলাকাবাসী জানায়, ইটভাটার মাটি নেয়ার সময় অতিরিক্ত লোডকৃত মাটি রাস্তায় পড়ে সৃষ্টি হচ্ছে ধুলার, একটু বৃষ্টি হলে আবার তৈরি হচ্ছে কাদায়। লোডকৃত মাটিবাহী যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। যে কারণে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে রাস্তার এ অবস্থা তৈরি হচ্ছে। সরেজমিন দেখা যায়, শিবনগর টু চাঁচড়া রোডে সামান্য বৃষ্টিতে কাদায় এমন অবস্থা হয়েছে যে, ওই রাস্তা ব্যবহারও অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাজারের মুরগির হাটা থেকে নিমতলা, নিমতলা থেকে গান্না সড়কটি কাদা এবং ছোট ছোট গর্তে জমাট বাঁধা পানিতে অস্বস্তি ও ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। শহরের কোলা স্ট্যান্ডে তেমাথায় সারাবছর পানি জমাট বেঁধে থাকে। আবার বেশ কিছু সড়ক দীর্ঘদিন মেরামত না করায় পিচ উঠে ছোট ছোট গর্তে পরিণত হয়েছে। আর একটু বৃষ্টি হলেই ওই গর্তে জমে পানি। পৌর এলাকার চাচড়া গ্রামের জাহিদুল ইসলাম নামে এক পথচারী বলেন, দুদিন আগেও এই রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু ধূলা ছিল। হঠাৎ বৃষ্টিতে এখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই অসম্ভব। তাছাড়া দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। মাটির ট্রাক চলাচল বন্ধ না হলে এমন কষ্ট করতেই হবে। সিএনজি অটোরিকশা চালকরা জানান, মাটির ট্রাক চলাচলের কারণে রাস্তায় যাত্রী নিয়ে চলাচলের সময় আমরা সব সময় আতঙ্কে থাকি। তারপর বৃষ্টি হলে তো কথাই নেই। যাত্রীরাও আতঙ্কে থাকে, কখন জানি দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত