বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বৈদ্যুতিক তারে স্পৃষ্ট ও সেচ পাম্পে জড়িয়ে শ্যামনগর পল্লির দু’জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাতড়াখোলা ও গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালি গ্রামে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস ও গাবুরার লক্ষ্মীখালী গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জ্বল হোসেন। মৃতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর রমজান নগর থেকে ব্যাটারিচালিত ভ্যানে বিচলী নিয়ে আসছিলেন সন্ন্যাসী দাস। পথিমধ্যে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে রাত ৯টার দিকে ভাত খেয়ে নিজ গ্রাম লক্ষ্মীখালীর চিংড়ি ঘেরে যান। গত শুক্রবার সকালে ওই ঘেরে পানি সেচের জন্য থাকা মোটরে জড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘেরে পানি দেওয়ার জন্য স্যালোমেশিনে স্টার্ট দেওয়ার সময় পরিহিত কাপড় জড়িয়ে রাতেই তার মৃত্যু হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ পৃথক ঘটনায় দু’জনের মৃত্যুর উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।