ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাস্তা দখল করে সুপারি ব্যবসা

যানজটে নাকাল এলাকাবাসী
রাস্তা দখল করে সুপারি ব্যবসা

কাউখালী ভিটাবাড়ীয়া সড়কের চিরাপাড়া সড়কের কাউখালী সরকারি বালক বিদ্যালয় থেকে চিরাপড়া ব্রিজ ও হাসপাতাল সড়কের শহীদ মিনার পর্যন্ত প্রভাবশালীরা রাস্তা ও রাস্তার দুই পাশ দখল করে সুপারি ব্যবসা চালিয়ে যাচ্ছে দেদারছে। ফলে যানজটে নাকাল এলাকাবাসী ও পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই সড়কের পূর্ব পাশে কাউখালী সরকারি হাসপাতাল, সরকারি কলেজ, মহিলা কলেজ, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। অপরদিকে সড়কের উত্তর দিকে ভূমি অফিস, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান হওয়ায় সড়কটি উপজেলার একমাত্র প্রাণ হিসেবেই ব্যবহৃত হয়। সপ্তাহে হাটের দুইদিন এই সড়কটি প্রভাবশালী সুপারি ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে সুপারি ব্যবসা করায় যানজট সৃষ্টি হয়। ফলে বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা নানা বিড়ম্বনায় পড়ে। সাপ্তাহিক হাটের এই দুইদিনে পাঁচ মিনিটের পথ পাড় হতে এক ঘণ্টারও বেশি সময় লাগে পথচারী, যাত্রী ও গাড়ি চালকরা। বাজার করতে আসা আবুল হোসেন ফকির জনান, রাস্তার এ চিত্রটি দেখলে মনে হয় ঢাকার সদরঘাট অথবা গুলিস্থানের যানজটকে হাড় মানায়। সেখানে কিছুটা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করলেও এখানে রাম রাজত্ব চালিয়ে যাচ্ছে সুপারি ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও এ যানজটের নিরশনের উদ্ধোগ গ্রহণ করেন বলে অভিযোগ করেন গাড়ি চালক আব্দুল ছালাম। এক বছর আগে চিরাপাড়া ব্রিজ থেকে সরকারি বালক বিদ্যালয় পর্যন্ত যানজটের কারণে প্রশাসন হাই স্কুলের মাঠে পাইলিং করে রাস্তার পাশ প্রশস্ত করলেও তাও এখন সুপারি ব্যবসায়ীদের দখলে।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাউন কবীর জনান, আমি এই থানায় কয়েকদিন আগে যোগদান করেছি, বিষয়টি আপনার মাধ্যমে জানাতে পারলাম, ভোগান্তি কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে যানজট কমিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত