ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেতুর মধ্যে গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

সেতুর মধ্যে গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী-রায়গঞ্জ সড়কে ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় খালের ওপরের সেতুটিতে গর্তের সৃষ্টি হয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২০ ফুট দৈর্ঘ্যের ওই সেতুটি ১৯৯৬ সালে নির্মাণ করা হয়। সেতুটি দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও মানুষ যাতায়াত করে। প্রায় ১০ বছর আগে একবার সেতুটি সংস্কার করা হয়েছিল। প্রায় চার মাস আগে সেতুর মাঝখানে একটি বড় গর্তের সৃষ্টি হলেও এখনী তা মেরামত করতে কেউই এগিয়ে আসছে না। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মাটি ও ইট বোঝাই ট্রাক্টর ও মাইক্রোবাস, প্রাইভেট কার, ভটভটি, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা-ভ্যানসহ মানুষ চলাচল করছে। ওই সেতুর গর্তের ওপর একটি বাঁশের লাঠি লাগনো হয়েছে। বাঘবাড়ি এলাকার স্থানীয় কয়েকজন বলেন, ‘সেতুটি দীর্ঘদিন আগে নির্মাণ করা হয়েছিল। অনেক পুরোনো হওয়ায় সেতুটি দুর্বল হয়ে গেছে। হঠাৎ সেতুর মাঝখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভাবকি এলাকার আব্দুর রহিম বলেন, ‘প্রায় ৪ মাস ধরে সেতুর মধ্যে গর্ত হয়েছে। গর্তের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কিছুদিন থেকে মালবাহী বড় ট্রাক ও পিকআপ হাজরাবাড়ি হয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা বেশি ঘুরে জামালপুর শহরে যাচ্ছে। এছাড়াও এই সড়কের আশপাশে কয়েকটি ইটের ভাটা রয়েছে। ওই সকল ইটভাটা থেকে ইট ও মাটিবোঝাই ট্রাক নিয়ে চালকদের ওই সেতুর ওপর দিয়ে যেতে হচ্ছে। এছাড়া মাটি ব্যবসায়ীরা ওই সেতুর ওপর দিয়েই প্রতিনিয়ত মাটিবোঝাই ট্রাক আনা-নেওয়া করতেন। সেটা এখন করতে পারছে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত