ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে ফসলের মাঠজুড়ে শীতকালীন সবজির সমারোহ

তিতাসে ফসলের মাঠজুড়ে শীতকালীন সবজির সমারোহ

কুমিল্লার তিতাসে ফসলের মাঠজুড়ে শীতকালীন সবজি চাষে কৃষক খুশি। বৈরী আবহাওয়া সত্ত্বেও জমিতে আশানুরূপ সবজি উৎপাদন হওয়ায় কৃষক তার পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার রবি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি ব্লকে প্রায় ৪৯৪ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা ছিল ৫০০ হেক্টর। এবার লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও কৃষকের জমিজুড়ে সবুজ সবজি বিরাজ করছে। এ মৌসুমে সবচেয়ে ভালো হয়েছে টমেটো। প্রায় ৮৫ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। এলাকায় বিশেষ করে বাহুবলি এবং রাজা জাতের টমেটোর আবাদ বেশি হয়। উল্লেখযোগ্য ফলসের মধ্যে ফুলকপি ও বাঁধাকপি ৭১ হেক্টর, লাউ ৫৯ হেক্টর, মুলা ৩৬ হেক্টর, মিষ্টিকুমড়া ৩৫ হেক্টর, লালশাক ৩৪ হেক্টর এবং বেগুন ৩২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এদিকে, খরিদ-২ মৌসুমে উপজেলায় ৫৪ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। তবে কৃষক এখনও উক্ত শিম বাজারে বিক্রি করছে। সরেজমিন ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী ব্লক ঘুরে দেখা যায়, মাছিমপুর-আসমানিয়া সড়কের কদমতলী অংশে দুইপাশে বিশাল মাঠজুড়ে আবাদ করা হয়েছে বিভিন্ন সবজির। কদমতলী গ্রামের কৃষক কবির হোসেন জানান, প্রতিবারের মতো এবারও তিনি শিম, টমেটো, ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। অন্যান্য বছর ফসলের তেমন দাম না পেলেও এবার পরিবারের চাহিদা মিটিয়ে বাজার বিক্রি করা হচ্ছে। তিনি জানান, সকল খরচ বাদ দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা লাভ হবে। একই কথা বলেন, উক্ত ব্লকের কদমতলী গ্রামের চাষি মো. শিরু মিয়া, মো. মঙ্গল মিয়া ও মো. কামাল হোসেন। উক্ত ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূরে আলম জানান, বৈরী আবহাওয়া নিয়ে খুব চিন্তিত ছিলাম। তবে কৃষক সঠিক পরামর্শ গ্রহণ করায় এবার সবজির আবাদ ভালো হয়েছে। কৃষক বাজারে এখনও ৪০-৫০ কেজি টমেটো বিক্রি করছে। সিজনে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ১০-১৫ টাকা বিক্রি হলেও এবার ২০-৩০ টাকা বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, অন্যান্য বছরের চেয়ে তিতাসে এবার শীতকালীন সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। শীতকালীন সবজি চাষ সফল করার লক্ষ্যে আমরা নিয়মিত কৃষকদের বিভিন্ন পরামর্শ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কোন ধরনের সবজিতে কি সার ও কীটনাশক ব্যবহার করে লাভবান হবে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি। এ বছরও কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় সবজি বীজ ও সার বিনামূল্যে দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত