ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদমদীঘিতে চালকল মালিককে ১ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে চালকল মালিককে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে সরকার নির্ধারিত ধারণক্ষমতার বেশি (ধান ও চাল) মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে এক চালকলের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহ অফিসার রুমানা আফরোজ। গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বড়আখিড়া মেসার্স এমপি এগ্রোফুডস ইন্ডাস্ট্রিজ নামক চালকলে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধান-চালসহ নিত্যপণ্যের বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছেন। গত শনিবার বিকাল থেকে আদমদীঘি উপজেলা প্রশাসন বাজার মনিটরিংয়ে অভিযানে নামেন। অভিযানে আদমদীঘি উপজেলার বড়আখিড়া মেসার্স এমপি এগ্রোফুডস ইন্ডাস্ট্রিজ নামক এক চালকলে অভিযান চালান। অভিযান ওই গুদামে সরকার নির্ধারিত ধারণ ক্ষমতার অধিক (ধান-চাল) মজুদ দেখতে পান। ফলে ওই প্রতিষ্ঠান চাল মজুদ করে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে মেসার্স এমপি এগ্রোফুডস ইন্ডাস্ট্রিজ নামক চালকলের ম্যানেজার হুমায়ুন কবির জুয়েলের এক লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করেন সে সম্পর্কে সর্তক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত