কালীগঞ্জে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।

গতকাল রোববার বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষক সমিতির আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৭০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিক্স, ক্রিকেট, ব্যাডমিন্টন ও ভলিবলের প্রায় ৩০ ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপু, কুমারহাটি দাখিল মাদ্রাসার সুপার ওসমান গনি, ছলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার, মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা।