ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৃদু শৈত্যপ্রবাহ

নাটোরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নাটোরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নাটোরের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল জেলার তাপমাত্রা কমে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এ কারণে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া বলেন, ‘তাপমাত্রা সাড়ে ৯.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় ২২ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তাপমাত্রা যদি এরকম নিম্নগামী থাকে তবে আবারো নতুন করে ঘোষণা দেওয়া হবে।’ আবহাওয়া অফিসের তথ্যমতে, নাটোরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত