ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মোটরসাইকেলের ট্যাংকি থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার

মোটরসাইকেলের ট্যাংকি থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার

তেলের ট্যাংকি থেকে ১৩৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। গতকাল সকালে জেলার কিশোরগঞ্জ থেকে ১৬০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে ইটাখোলা ইউনিয়নের সাইফন নামক ব্রিজের অপরে নীলফামারী থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে ট্যাংকি ভেঙে ফেনসিডিল বেড়িয়ে আসে। তাই দেখে সাংবাদিক নুরুল আমিন পুলিশকে খবর দিলে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং বাহককে গ্রেপ্তার করে পুলিশ। সরেজমিন জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকী বাড়ী বিষ্ণুপ্রশাদ এলাকার মতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান এই ফেনসিডিল বহন করে নীলফামারীতে এনেছে। এবিষয়ে নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফোনে জানার পর ঘটনাস্থল থেকে ফেনসিডিল জব্দ এবং আসামিকে গ্রেপ্তার করি। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত