ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে পাঁচটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

তিতাসে পাঁচটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারের স্বর্ণপট্টির পাঁচটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ ডাকাতি ঘটনা ঘটে। গতকাল দুপুরে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিন গিয়ে জানা যায়, বাতাকান্দি বাজারের ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়, সরকার জুয়েলার্স, কৃষ্ণ স্বর্ণ শিল্পালয়, আনিসা স্বর্ণ শিল্পালয়, রশিদ স্বর্ণ শিল্পালয়, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে তালা কেটে প্রবেশ করে ডাকাত দল স্বর্ণ-রূপাসহ সব মালামাল নিয়ে যায়। এছাড়া সাহেদ জুয়েলার্স ও সিঙ্গাপুর জুয়েলার্সের একটি করে তালা কাটা ছিল। তবে দোকানে প্রবেশ করতে পারেনি। বাতাকান্দি বাজারের ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়ের মো. ফারুক হোসেন জানান, আমার দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রূপা নিয়ে গেছে। সরকার জুয়েলার্সের জসিম সরকার জানান, তার দোকান থেকে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার স্বর্ণ নিয়ে গেছে। বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার ও জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তিতাসের সর্ববৃহৎ বাজার হলো বাতাকান্দি বাজার। এ বাজারটি তিনটি ইউনিয়নে অন্তর্ভুক্ত। এ ধরনের ন্যক্কারজনক কাজ আর কখনো হয়নি। সকাল থেকে পুলিশসহ আমরা বিভিন্ন সিসি টিভির ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনা করছি। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে এসে কুমিল্লা-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যেহেতু পর্যাপ্ত পরিমাণে সিসি টিভির ফুটেজ আছে, তাই যত দ্রুত সম্ভব তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, বাজারগুলোতে পাহারাদারের ব্যবস্থা করতে হবে। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, ভোর থেকে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। সিসি টিভির ফুটেজের বরাত দিয়ে তিনি বলেন, রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটেছে। প্রায় ১৮ জনের একটি দল মাইক্রো ও পিকআপ নিয়ে বাজারে প্রবেশ করে। দোকানে থাকা লোকজনের মুখ বেঁধে আটকিয়ে দোকানগুলোতে ডাকাতি করা হয়। পিকআপে থাকা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তারা দোকানগুলোর তালা ও সিন্দুক কাটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত