ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুর্যোগ ঝুঁকিহ্রাসে কর্মপরিকল্পনা বৈধকরণ সভা

দুর্যোগ ঝুঁকিহ্রাসে কর্মপরিকল্পনা বৈধকরণ সভা

উপজেলা পর্যায়ে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস জার্মানীর অর্থায়নে ও কারিতাস খুলনাঞ্চলের উদ্যোগে সভায় স্বাগত বক্তব্য দেন কারিতাসের উপজেলা ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান। বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, মৎস্য অফিসার পবিত্র কুমার ঘোষ। সভায় জানানো হয় দুর্যোগ ঝুঁকিহ্রাসে কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নের সকল ওয়ার্ডে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়েছে। দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণ, বেড়িবাঁধে মাটির কাজ, রাস্তাঘাট সংস্কার, কালভার্ট নির্মাণ, খাল খনন, টিউবওয়েল বসানো, বৃক্ষরোপণ, স্যানিটেশনসহ বিপদাপন্ন মানুষের কল্যানে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ দুটি ইউয়িনের ১৮টি ওয়ার্ডের কর্মপরিকল্পনা সভায় প্রেজেনটেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, কারিতাসের ফিল্ড অফিসার, ফ্যাসিলিটেটর ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত