ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঘোড়াঘাঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় আরিফা বেগম নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

গত সোমবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর-শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজার রহমান গত সোমবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর-শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে আরিফা বেগমকে আটক করা হয়।

তার কাছ থেকে জব্দ করা হয়েছে পাঁচ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃত আরিফা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

আরিফা দামোদরপুর-শৌলা গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী। জব্দকৃত ফেনসিডিলের স্থানীয় বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরো একজন পালিয়ে যায়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী ও তার স্বামী জানিয়েছেন সীমান্তবর্তী হিলি থেকে প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০টি করে ফেনসিডিল সংগ্রহ করে নিজ বাড়ি থেকেই বিক্রি করেন। আসামিকে গতকাল সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।