ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

রাজশাহীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

কারও শখ, কারও আবার নেশা। শখের বসের ঘোড়দৌড় নেশার পরিণত হয়েছে হৃদয় ও রবিনদের। ঘোড়দৌড় প্রতিযোগিতার যেখানে ডাক পান সেখানেই তারা ছুটে যান ঘোড়া নিয়ে। প্রতিযোগিতায় অংশ নিয়ে কোনো অর্থ না পেলেও তাদের লক্ষ্য থাকে পুরস্কার জেতার।

গত সোমবার রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর হাতিয়ার বিলে বিকেল সাড়ে ৫টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়।

নওগাঁ জেলার সাবাইহাটের হৃদয় ইসলাম বলেন, এই খেলাটা আমাদের নেশা। যেখানেই খেলা হোক জানতে পারলে আমরা চলে যাই। ঘোড়দৌড় মানুষকে দেখিয়ে আমরা মজা পাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত