ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইটের বিকল্প ব্লক ব্যবহারে উৎসাহিত করতে মতবিনিময়

ইটের বিকল্প ব্লক ব্যবহারে উৎসাহিত করতে মতবিনিময়

চাঁদপুরে পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব্লক প্রস্তুত ও ব্লক ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের স্টেডিয়াম রোড পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের হলরুমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নির্দেশে এই সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। ইটভাটা মালিক পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্দা এমএ কুদ্দুস, শাহ্ মো. শফিকুল ইসলাম, সরকার মো. আলাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আশেক আয়নান প্রমুখ। জেলার ইটভাটাগুলোর হালনাগাদ চিত্র ও পরিবেশ অধিদপ্তরের প্রদক্ষেপ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান। সভায় জেলার ইটভাটার মালিক, সরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত থেকে মতামত ও বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত