ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও শাখায় কর্মরত নবম গ্রেড থেকে তদূর্ধ্ব গ্রেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দের জন্য ‘শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহ্ মইনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শুদ্ধাচার চর্চার মূলবিষয়টি হলো সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি মুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এই বিষয়গুলো নিশ্চিত হলে সেবাগ্রহীতারা স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত