ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

নাটোরের বড়াইগ্রামে বিবাদমান জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রয়না ভরট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়না ভরট গ্রামের মৃত বয়েজ মোল্লার ছেলে আল আমিন, আলম হোসেন, আল আমিনের স্ত্রী সাবিনা খাতুন ও নজরুল ইসলামের ছেলে রবিউল করিম, বানছের আলীর ছেলে মোজাম্মেল হক ও মেয়ে কামরুন্নাহার এবং আব্দুল মতিনের স্ত্রী রুবিনা খাতুনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোয়া ৮ শতাংশ জমির দখল নিয়ে বানছের আলী ও আল আমিনের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল আল আমিন লোকজনসহ ওই জমিতে ঘর তুলতে যায়। খবর পেয়ে বানছের আলীর ছেলেরা এসে তাদের বাধা দেয়। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাসপাতালে ভর্তি করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত