ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অসহায়দের মধ্যে শীতবস্ত্র নিয়ে ছুটে গেলেন ইউএনও

অসহায়দের মধ্যে শীতবস্ত্র নিয়ে ছুটে গেলেন ইউএনও

তীব্র শীতের কনকনে ঠান্ডায় অসহায় শীতার্থ মানুষদের সহযোগী করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল। গত বুধবার দিবাগত রাতে উপজেলার সুরমা চা বাগানের ৭ নম্বর বস্তি, ৮ নম্বর বস্তি, ২০ নম্বর বস্তি, সদরসহ বেশ কয়েকটি স্পষ্টে গিয়ে অসহায় শীতার্ত মানুষের মধ্যে ৩৩০টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল। এ সময় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল হাতে পেয়ে চা শ্রমিকরা অনেকেই খুশিতে কেঁদে ফেলেন। সুরমা চা বাগানের শ্রমিক নেতা প্রদীপ কৈরি জানান, এর আগে কখনো কোন সরকারি কর্মকর্তাকে দেখিনি এভাবে রাতের আঁধারে খোঁজে খোঁজে দরিদ্র মানুষকে সাহায্য করতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের কম্বলগুলো যাতে সঠিক মানুষের হাতে পৌঁছে, সেটা নিশ্চিত করার জন্য আমি রাতে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: নূর মামুন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও আলোকিত বাংলাদেশ মাধবপুর উপজেলা প্রতিনিধি হীরেশ ভট্টাচার্য্য হিরো, পঞ্চায়েত সেক্রেটারি বিশ্বনাথ, সদস্য রামকৃষ্ণ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত