মুন্সীগঞ্জে সড়ক জনপদের উচ্ছেদ অভিযান

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের ব্যস্ততম সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ২৩৩টি দোকান উচ্ছেদ অভিযান করছে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ। গতকাল দুপুর ২টা থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাাম্মদ নাজমুল হুদা। তিনি জানান, সড়কের পাশে প্রায় দুই একর জায়গায় ওপর অবৈধভাবে গড়ে ওঠা সব কয়টি দোকানই উচ্ছেদ করা হবে। অভিযানে সদর থানা পুলিশ সহযোগিতা করেন। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ফুটপাতের এসব দোকানে স্থানীয় দুটি পক্ষ চাঁদাবাজি করত, সেই চাঁদাবাজির মূল উৎপাটন করা হলো। যারা চাঁদবাজি করে তাদের এখানে ঠাঁই নেই।