ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বানিয়াচংয়ে কুকুর আতঙ্কে এলাকাবাসী, শিশুসহ আহত দুই

বানিয়াচংয়ে কুকুর আতঙ্কে এলাকাবাসী, শিশুসহ আহত দুই

বানিয়াচং উপজেলার বিভিন্ন জায়গায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ দুইজন আহত হয়েছেন। এর মধ্যে শিশু ওমরকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। বেওয়ারিশ কুকুরের কামড় ও আক্রমণ থেকে বাঁচতে সবাই হাতে লাঠি নিয়ে চলাচল করছেন এবং আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। আহতরা হলেন কাগাপাশা ইউনিয়নের লোহাজুরী গ্রামের কৃষক আবু কাশেমের শিশু পুত্র ওমর (৬), এবং মৃত জফর উদ্দিনের পুত্র মতিউর রহমান (৫০)। লোহাজুরী গ্রামের বাসিন্দা সাজন খান জানান, গত বৃহস্পতিবার লোহাজুরী গ্রামের কৃষক মতি মিয়াকে (৫০) নিজ গরু ঘরে ভেতরে ডুকে কয়েকটি কুকুর হঠাৎ করে আক্রমণ করে একটি কুকুর তিনির পায়ে কামড়ে ধরে। অনেক চেষ্টা করেও রক্ষা করতে না পারায় পরিবারের লোকজন এসে কুকুরকে ধাওয়া দিয়ে তিনিকে রক্ষা করেন। এতে তার পায়ের নিছে কয়েকটি কামড় দেয়।

আহত ৬ বছরের শিশু ওমরের বাবা কৃষক আবু কাশেম জানান, গতকাল শনিবার সকালে বাড়ির পাশে খেলার সময় একটি কুকুর এসে কামড়িয়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে ফেলে। সোহাগের শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস তুলে ফেলে। এ সময় ওমরের সুর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্ষা করে। আশপাশের লোকজন না থাকলে কুকুরের হাত ছেলেকে বাঁচানো সম্ভব হতো না বলে জানান তিনি। স্থানীয়রা আরো জানান, একি গ্রামের আব্দুল ওয়াহেদের ১৫ হাজার টাকা দামের ছাগলকে আক্রমণ করে মেরে পেলে এবং আজিজুর রহমানের কয়েকটি রাজহাঁসকে কামড়ে মেরে ফেলছে কুকুরের দল। এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শামিমা আক্তার জানান, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে কুকুরের কামড়ের কোনো রুগী চিকিৎসা নিয়েছেন আমার কাছে কোনো তথ্য নেই। তবে কয়েন দিন আগে শিয়ালের কামড়ের অনেক রুগি এসে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন আমার জানামতে। তিনি আরো জানান গত কয়েক দিন আগে আমাদের হাসপাতালে কুকুর ও শিয়ালের ভ্যাকসিন এসেছে। আমরা এখান থেকে ভ্যাকসিন দিচ্ছি। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে কুকুরের ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য-উপকেন্দ্রসহ সরকারী ক্লিনিকে ভ্যাকসিন দেওয়া যায়, সে ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত