ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুমকিতে শিক্ষক মিলনমেলা

দুমকিতে শিক্ষক মিলনমেলা

পটুয়াখালীর দুমকিতে এই প্রথমবারের মতো কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে শিক্ষক মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উক্ত মিলনমেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মমতাজ সাহানারা। সিআইপি সিইও, আইপিটেক লিমিটেড দক্ষিণ সুদান, প্রযুক্তিবিদ মোঃ কামরুল হাসান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবির সাবেক ডিন প্রফেসর আ. ক. ম. মোস্তফা জামান। পবিপ্রবির রেজিস্ট্রার ড. সন্তোষ চন্দ্র বসু। পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম ও দুমকী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়। মিলন মেলায় উপজেলার ১১টি কলেজ, ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩ মাদ্রাসা ও ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত