পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যা মামলায় দুই যুবক আটক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও শিশুসন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এখনো এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তবে গতকাল শনিবার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে নিহত লাবণী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে চাটমোহর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলাটি করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, চাটমোহর উপজেলার দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবণী খাতুন (৩৫) ও তার ছেলে রিয়াদ হোসেন (৮) হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে নিহত লাবণী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। তিনি আরো জানান, গতকাল শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবণীর ভাতিজা শাহীন হোসেন (৩২) ও প্রতিবেশী মতিন হোসেন (৩৫) নামের দুই যুুবককে আটক করা হয়েছে। নিহতদের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

গত শুক্রবার দুপুরে চাটমোহর উপজেলার দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়ির রান্নাঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রী লাবণী খাতুন ও বাড়ির পাশে পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় শিশুসন্তান রিয়াদ হোসেনর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে। এ ব্যাপারে স্থানীয় ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, আমার জানামতে দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের পরিবারের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। বাড়িতে রশিদের স্ত্রী লাবণী খাতুন তার শিশুছেলে রিয়াদ ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে থাকতেন। তাদের মধ্যে পারিবারিক কোনো ঝামেলাও ছিল না। তিনি হত্যার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।