ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

তিতাসে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কুমিল্লার তিতাসের বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সেলিম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকা, বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রোমেন, বিশিষ্ট সমাজসেবক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, মো. কামাল পারভেজ প্রমূখ। উল্লেখ, বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়। যার মধ্যে জিপিএ-৫ ছিল ২৪টি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত