ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব। হিউম্যান ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি প্রফেসর ডা. জহির উদ্দিন মাহমুদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাকসুদ উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, সেক্রেটারি হিউম্যান ডেভেলপমেন্ট ট্রাস্ট শহীদুল্লাহ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিদার হোসেন, উপাধ্যক্ষ মাকছুদুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মন্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেধা তালিকা কেজি থেকে দ্বিতীয় স্থান অধিকার করায় পুরষ্কার গ্রহণ করেন বনশ্রী ভট্টাচার্য বর্ষা, তৃতীয় স্থান অধিকার করেন মো. জুনায়েদ রহমান, প্রথম শ্রেণি থেকে মেধা তালিকা অর্জন করে পুরষ্কার গ্রহণ করেন আয়ান মাহমুদ, দ্বিতীয় মেধা তালিকা অর্জন করায় পুরষ্কার গ্রহণ করেন তাইয়্যেবা তাসনিম তুরফা, তৃতীয় আব্দুল্লাহ আল রাহিল, দ্বিতীয় শ্রেণির মেধা তালিকা প্রথম শাহ জাওয়াদ, দ্বিতীয় আব্দুল রহমান, তৃতীয় শ্রেণি মেধা তালিকা ১, জাওয়াদ হাসান মাহীর, ২।

আহনাফ আকিল, চতুর্থ মেধা তালিকা অর্জন করেন ১ম, সামিয়া আফরিন নুহা, দ্বিতীয় রাহিম হোসেন সিহাব পুরষ্কার গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত