মজুরি না পেয়ে বিপাকে কর্মসৃজনের শ্রমিকরা

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইজিপি প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শেষ করেও মজুরি পাননি শ্রমিকরা। এতে পরিবার নিয়ে কষ্টে আছেন তারা। প্রকল্পের হতদরিদ্র শ্রমিকরা বলছেন, এমনিতেই শীতে তাদের হাতে কাজ নেই। এর ওপর টাকা না পেয়ে পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে কর্মসৃজনের ২ হাজার ৩৬০ জন শ্রমিক রয়েছেন। এসব শ্রমিক বিভিন্ন সড়ক, মাঠ, মসজিদ, মন্দির ও পুকুর সংস্কারে ৪০ দিন মাটি কাটার কাজ করেছেন। গত বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এসব শ্রমিক কাজ শুরু করেন। নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে শেষ করেন। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে শ্রমিকরা মজুরির টাকা পান। মজুরি হিসাবে শ্রমিকদের দল নেতা দৈনিক ৪৫০ টাকা আর প্রত্যেক সাধারণ শ্রমিক পাবেন ৪০০ টাকা। উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের কর্মসৃজনের শ্রমিক জালাল উদ্দিন বলেন, ‘হামরা গরিব মানুষ।