ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যার ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা

বন্যার ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার আগাম শতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ হলরুমে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকারের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ড. সুমনা আকতার, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, এনজিও কর্মী ডলি আকতার প্রমুখ। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন প্রভাতী প্রকল্পের ডেপুটি কো-অডিনেটর প্রবীর কুমার দাস, টেকনিক্যাল অফিসার আসিফ মাহমুদ অনিক, উপ-সহকারী প্রকৌশলী পার্থ প্রতীম বর্মন। কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, গণমাধ্যম কর্মীসহ ৫০ জন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত