ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম

শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সীমান্ত জেলা হওয়ায় উত্তরীয় হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। তীব্র ঠান্ডায় পেশাজীবী ও শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগার ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের হাসপাতাল পাড়ার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, গত ৮-১০ বছরে কুড়িগ্রামে এমন পরিস্থিতি দেখিনি। শীতের সঙ্গে প্রচুর ঠান্ডা বাতাস এ বছর শীতের চিত্রটা ভিন্ন।

সকাল থেকে খুব কুয়াশা পড়ছে। আমরা বয়স্ক মানুষ, হাটতে চলতে খুব সমস্যা হয়। ধরলার পাড়ের মোস্তাক মিয়া জাগো নিউজকে বলেন, ঠান্ডায় কাজ করা খুব কষ্ট হইছে। হাত পা বরফ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ইট বালু সিমেন্টের কাজ করি। কাজ না করলে তো আর সংসার চলবে না। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবল চন্দ্র সরকার জানান, জেলায় থেকে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরকম তাপমাত্রা আরও দুই চার দিন অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত