ভূরুঙ্গামারীতে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মাদ্রাসা শিক্ষকের ভাড়া বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ঘরের তালাবদ্ধ দরজা ভেঙে আলমিরা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোর চক্র। গতকাল উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে শফিকুল ইসলামের ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে। তিনি ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টায় আমি বাসা তালা দিয়ে মাদ্রাসায় যাই। আমার স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি থাকায় বাসা ফাঁকা ছিল। মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে বাসায় এসে দেখি বাসার গেটসহ সব কটি রুমের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

আমার ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা, প্রায় সোয়া ১ ভরি স্বর্ণালংকার, সোলারের একটি বড় বেটারি ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দা সুমন, বাদশা ও মোজাম্মেল হক জানান, ইদানীং এলাকায় চুরির ঘটনা বেড়েছে। থানার প্রাচীর-সংলগ্ন বাসায় দিনে দুপুরে এ রকম চুরির ঘটনায় আমরা নিজেদের বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত।