ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাছ চাষির ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যা রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা এলাকায় মতিউর রহমান মানিকের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের মালিক বলেন, প্রায় ১ একর ৭০ শতক জায়গার উপর আমার ৬টি পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে গুলশা, পাবদা, শিংসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় এরইমধ্যে ১৫ লাখ টাকা খরচ হয়েছে।

কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত। গত রোববার সন্ধ্যায় পুকুরের মালিক মতিউর রহমান মানিক বাজারে চলে গেলে এই সুযোগে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ফোন করলে তিনি এসে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে বলে ধারণা করেন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। মাছের খাদ্য ব্যবসায়ী মিজানুর রহমান রতন বলেন, রাতের অন্ধকারে এভাবে যদি মাছ ব্যবসায়ীদের ক্ষতি করা হয়, তবে আমাদের মতো মৎস্যচাষিরা মাছ চাষে উৎসাহ হারিয়ে ফেলব। আমরা এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন কর। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত