প্রজনন মৌসুমে চলছে কাঁকড়া শিকার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

জানুয়ারি-ফেব্রুয়ারি দু’মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। বন বিভাগ থেকে পাস পারমিট বন্ধ রয়েছে কাঁকড়া আহরণের। কিন্তু কিছু অসাধু জেলেরা সুন্দরবনে ঢুকে কাঁকড়া শিকারে ব্যস্ত সময় পার করছে। আহরণ করা কাঁকড়া কয়রার দেউলিয়া বাজারের কয়েকটি ডিপোয়, ঘড়িলাল বাজারের ৩টি ডিপোয়, গোলখালি, আংটিহারা, খাসিটানা, পাতাখালি, জোড়শিং, ৬নং কয়রা, কাটকাটা, হড্ডা, তেতুলতলা, কাশিরহাট, গাবুরা, চরামুখা, দশালিয়া, কালিবাড়ি, মুন্সিগঞ্জ, হরিনগর, ভেটখালির ডিপোগুলোয় বেচাবিক্রি করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে জোড়শিং-পাতাখালি এলাকার কয়েকজন জেলে জানায় বনরক্ষীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে সুন্দরবনের ভেতরের নদী খালে কাঁকড়া শিকার করছি। এক্ষেত্রে আমাদের তেমন সমস্যা হয় না। ঘড়িলাল বাজারের একজন ডিপো মালিক জানায়, আমার ডিপোয় ঘেরের কাঁকড়া বেচাকেনা হয়। জোড়শিং ও আংটিহারা গ্রামের জেলেরা জানায়, আন্দারমানিক, ভোমরখালি টহল ফাঁড়ির স্টাফদের সাথে গোন চুক্তিতে আমরা প্রজনন মৌসুমে কাঁকড়া শিকার করি। ধৃত কাঁকড়া আংটিহার, গোলখালি, ঘড়িলাল, কাশিরহাটের ডিপোয় বিক্রি করে থাকি। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেএম হাসানুর রহমান বলেন, প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া শিকার রোধে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম অভিযান জোরদার করেছে।