মজুতবিরোধী অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে ২৯১ টন চাল অবৈধভাবে মজুত করে রাখার অপরাধে ঘোষ অটোমেটিক রাইস মিলের মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই চালকলে অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন গণমাধ্যমকর্মীদের জানান, ঘোষ অটোমেটিক রাইচ মিলে অবৈধভাবে চাল মজুত রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাত পর্যন্ত চলমান এই অভিযানে ওই মিলে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। পাক্ষিক ছাঁটাই ক্ষমতার তুলনায় তাদের গুদামে রাখা তিন ভাগের এক ভাগ ২৯১ টন চালই অবৈধ মজুত অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে মিল মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মজুতকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে নওগাঁ জেলা কৃষি বিপণন কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, জেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক শরিফুল ইসলাম, এনএসআই এর ফিল্ড অফিসার আমিন খান, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুরসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।