শ্রীমঙ্গলে ঘরগিন্নি সাপ উদ্ধার

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের বাংলো থেকে দুর্লভ প্রজাতির একটি হলুদণ্ডছাপা ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল সকালে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক এএইচএম সাদিকুর রহমানের বাংলোতে সাপটি দেখতে পান। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন বাগান ব্যবস্থাপকের পরিবারের সদস্যরা। পরে সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সাপটি উদ্ধার করেন। সজল দেব জানান, উদ্ধার করা সাপটি হলুদণ্ডছাপা ঘরগিন্নি সাপ। সাপটির ইংরেজি নাম ব্যান্ডেড ওলফ স্ন্যাক। এটি একটি দুর্লভ প্রজাতির নির্বিষ সাপ। উদ্ধারের পর সাপটিকে বন বিভাগে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা সাপটি সুস্থ আছে। গতকাল বিকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করা হয়।