নওগাঁয় দুই চালকল পরিচালকের জরিমানা

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় লাইসেন্স’র শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে ধান অবৈধভাবে মজুত করার অভিযোগে ভাড়ায় চালিত দুইটি চালকল পরিচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি গুদাম সিলগালা করা হয়েছে।

গত বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, হাঁপানিয়া এলাকায় অন্তর চাউল কল’র স্বত্বাধিকারী বৈদ্যনাথ সরকার অবৈধভাবে গুদামে ১৮৩ টন ধান মজুতের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ এর ঠ ধারার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে গুদাম সিলগালা করা হয়েছে।

একই অপরাধে ও একই আইনে আইনে ফারুক চাউল কলের স্বত্ত্বাধিকারি একরামুল হককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে মজুতকৃত এসব ধান বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযানে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, জাতীয় গোয়েন্দা সংস্থ্যার (এনএসআই) সদস্য, খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।