তিতাসে বাহারি পিঠার সমারোহে নবীনবরণ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসের বন্দরামপুর আদর্শ একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও পিঠা উৎসব। গতকাল বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে বিদ্যালয় মাঠ।

প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খুদে শিক্ষার্থীদের কঁচিকাঁচা পিঠাঘর, ষষ্ঠ শ্রেণির বসন্তের পিঠাঘর, সপ্তম শ্রেণির বিবিয়ানা পিঠাঘর, অষ্টম শ্রেণির লোক বাংলা পিঠাঘর, নবম শ্রেণির ফুলঝুড়ি পিঠাঘর, দশম শ্রেণির সখের পিঠাঘর এবং শিক্ষক ও শিক্ষিকাদের পোষ পার্বণ পিঠাঘরে বাহারি পিঠার সমারোহে আগত অভিভাবকদের মুগ্ধ করে তোলে।

উক্ত পিঠা উৎসবের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বন্দরামপুর আদর্শ একাডেমির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল আলিম মোল্লা, সভাপতি শাহ আলম বেপারী, সিনিয়র সহ-সভাপতি এম এ কাইয়ুম, সহ-সভাপতি রুহুল আমিন মনির ও সাহাজউদ্দিন শাকিল, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মো. খাইরুদ্দিন, সহ-অর্থ সম্পাদক আক্তার হোসেন, উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক মাইনুদ্দিন হাজি, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাহাদাৎ হোসেন, সদস্য সফিকুল ইসলাম ও লিটন ভূঁইয়া, বন্দরামপুর আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মো. সুজন মিয়া, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।