ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাসব্যাপী ফুল উৎসব

সীতাকুণ্ডের ডিসি পার্কে দর্শনার্থীর ভিড়

সীতাকুণ্ডের ডিসি পার্কে দর্শনার্থীর ভিড়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট লিংক রোডের পারে গড়ে উঠা ডিসি পার্কে চলছে জমজমাট ফুল উৎসব। ফুল উৎসবের এই মেলায় উচ্ছ্বাসিত অনুপ্রাণিত ফুল প্রেমী দর্শনার্থী সবাই। উৎসবে আগত সাধারণ জনতা আনন্দে যেন মাতোয়ারা। প্রতিদিন হাজারো দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মাসব্যাপী এই ফুল উৎসব। লাখো ফুলের সমাহারে প্রাকৃতিক রূপে মুগ্ধ দর্শনার্থী ও অতিথি সকলেই। অগণিত দর্শনার্থীদের পদাচরনাণায় আনন্দে মুখর ডিসি পার্ক। জানা যায়, উপজেলার ফৌজদারহাট ডিসি পার্কে, ফুলের মতো আপনি ফুটাও গান’ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে গত ২৫ জানুয়ারী থেকে শুরু হয়েছে ফুল উৎসব। আর এই ফুল উৎসব চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ফুল উৎসবে থাকছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা, চেরী, জাকারান্ডা, উইলো, উইস্টেরিয়াসহ দেশি-বিদেশি ১২৭ প্রজাতির কয়েক লাখ ফুলের সমারোহে সেজেছে ডিসি পার্ক। মাসব্যাপী এ আয়োজনকে আরো আকর্ষণীয় করতে ফুলের প্রদর্শনীর পাশাপাশি কয়েকটি সেলফি জোন ও পর্যটকদের জন্য রয়েছে সাম্পান বাইচের আয়োজন। আবহমান বাংলার ঐতিহ্য রক্ষার্থে থাকবে বিভিন্ন সময়ের ১৫টি নৌকা প্রদর্শন। শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, দোলনা, স্প্রিং টয়, মেরিগো রাউন্ড, দোলনা, প্লে পেন, ফুট ট্রাম্পোলাইনসহ থাকবে নানা আয়োজন। পুরো ফুল উৎসবকে ঝাঁকজমকপূর্ণ করতে আয়োজন করা হবে মাল্টি কালচারাল বিশেষ আয়োজন ঘুড়ি উৎসব, ফায়ার ওয়ার্কস, ভায়োলিন শো, পুতুল নাচ, জাদু প্রদর্শনী। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। ফুলের সমারোহের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ এখন টিউলিপ ফুল। দিনের বেলা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল ধরা হয়। এর চেয়ে বেশি তাপমাত্রা হলে প্রাপ্তবয়সের আগে মানসম্মত ফুল না ফুটতে পারে। স্বাভাবিকভাবে রোপণের ১৮ থেকে ২০ দিনের মধ্যে কলি আসতে শুরু করে এবং ২৫ থেকে ৬০ দিন পর্যন্ত টিউলিপ ফুল স্থায়ী হয়। অনেক সময় আবহাওয়ার কারণে এর ব্যতিক্রমও হতে পারে। উৎসবে ফেনী থেকে আসা এক পর্যটক বলেন, এই প্রথম আসলাম দেখে অনেক ভালো লাগছে। চট্টগ্রামের বুকে এমন একট আয়োজন সত্যি প্রশংসা করার মতো। তবে প্রথম ফুল উৎসবেও আমি এসেছিলাম তবে তখন এত আকর্ষণীয় ছিল না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের জন্য ফুল উৎসবের ২ মাস আগে নেদারল্যান্ডস থেকে সাড়ে ৫ হাজার টিউলিপ ফুলের বীজ আনা হয়েছে, যা জেলা প্রশাসনের নিজেদের ব্যবস্থাপনায় গাছ রোপণ করে ফুটানো হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত