কিশোরীদের সচেতনমূলক প্রশিক্ষণ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় কিশোরীদের সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শালিখার ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, ইউআরডিও মোঃ ইসরাইল, এআরডিও (ইরেসপো) সঞ্জিব মজুমদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কিশোর কান্তি বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের কিশোরী সংঘের ১শ জন কিশোরীদের মধ্যে বিনামূল্যে ১০০ খাতা, ২০০ কলম ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।