ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় রেজাউল হক ওয়েল ফেয়ার ট্রাস্ট হসপিটাল উদ্বোধন

কাপাসিয়ায় রেজাউল হক ওয়েল ফেয়ার ট্রাস্ট হসপিটাল উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়ায় মানব সেবায় এক দৃষ্টান্তকারী প্রতিষ্ঠানের নাম আলহাজ্ব রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্ট। সমাজসেবায় রয়েছে তাদের বেশ কিছু প্রতিষ্ঠান। তারই একটি প্রতিষ্ঠানের নাম রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল, যা গতকাল সকালে উদ্বোধন করা হয়েছে। এর ফলে গ্রামের সাধারণ চিকিৎসা বঞ্চিত মানুষ সুচিকিৎসা পাবে বলে ট্রাস্টের প্রত্যাশা।

মানবসেবার লক্ষ্যে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চালার বাজারের পাশে বিশাল ভবন পরীক্ষা নিরীক্ষার নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারগণকে নিয়ে শুরু হল হাসপাতালটির পথ চলা। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব রেজাউল হকের বড় ছেলে ওয়েলফেয়ার ট্রাস্ট হসপিটালের চেয়ারম্যান শহিদুর রেজা হক রঞ্জু। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আতিকুল ইসলাম রিঙ্কু, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ তারেক হোসেন রিপন, প্রফেসর ডা: মোহাম্মদ সাদিকুর রহমান সরকার, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হিরণ মোল্লা, শিক্ষক নেতা মনিরুজ্জামান মনির, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মোহাম্মদ সামসুল হক কাজল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম মাহবুব, সমাজসেবক, আসাদুজ্জামান মুন্সী, নাসির উদ্দিন মাঝি প্রমুখ। এই ট্রাস্টের অধীনে অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো হল, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ, রেজাউল হক বিএম কলেজ, শাহিনা রেজা হাই স্কুল, সালামিয়া দাখিল মাদ্রাসা, রাহিমা খাতুন দারুল উলুম মাদ্রাসা ও ঘাগুটিয়া ইয়াতিমখানা, গার্ডেন- রঞ্জু রানা কমার্শিয়াল কমপ্লেক্স এবং রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্ট মসজিদ আল বালাগ ঘাগুটিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত