শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’- এ স্লোগান সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে শেরপুর জেলা সরকারি কোন গ্রন্থাগার মিলন আয়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ প্রতিযোগিতা পৃথক দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামীকাল জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রায় ভৌমক, গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, চিত্রাঙ্কন শিক্ষক নিয়ামুল আলম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।